ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীণতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: ২১:৪৯, ২৬ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীণতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে শুক্রবার দিবাগত রাত ১২টার এক মিনিট বাজার সাথে সাথেই জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে ৩১বার তপোধ্বনির মাধ্যমে মহান স্বাধীণতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। এরপর প্রথমে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এরপর পর্যাক্রমে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমের শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক মো. সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক মাস্টার, ডেপুটি কমান্ডার নূরজ্জামান মাস্টার, লক্ষ্মীপুর প্রেসক্লাব, র‌্যাব অধিনায়ক নরেশ চাকমা, পৌর মেয়র আবু তাহের, সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সোলায়মান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে হাজার হাজার মানুষ ।
×