ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেডিক্যাল শিক্ষার্থীকে হেনস্থা, যুবক আটক

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ মার্চ ২০১৬

মেডিক্যাল শিক্ষার্থীকে হেনস্থা, যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেট এলাকায় মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীকে (২৪) হেনস্থা করার অভিযোগে ফারহান মুন (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত ফারহান তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। শনিবার সকালে এ ঘটনায় ওই শিক্ষার্থী শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেছেন। লাঞ্ছিত শিক্ষার্থীর বন্ধু রেদওয়ান আহমেদ জানান, মেয়েটি টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। সকালে আসাদ গেটে যাওয়ার জন্য তিনি ফার্মগেট এলাকায় রিক্সায় ওঠেন। তিনি জানান, তেজগাঁও কলেজের সামনে ফারহানসহ চার যুবক তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। হেনস্থার শিকার মেয়েটি জানান, একপর্যায়ে ফারহানসহ ৩ যুবক পেছন ও পাশ থেকে তার রিক্সায় উঠে পড়ে। প্রতিবাদ জানালেও যুবকরা মেয়েটির পিছু নেন। এ সময় তিনি মানিক মিয়া এ্যাভিনিউয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে এ ঘটনা জানান। পরে পুলিশ ধাওয়া দিয়ে ফারহানকে আটক করে শেরে বাংলা নগর থানায় নিয়ে আসে। ফারহান তেজগাঁও কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। আটকের পর তাকে ছাড়িয়ে নিতে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এক ব্যক্তি থানায় আসেন। অভিযুক্ত ছাত্রীর বন্ধু রেদওয়ান আহমেদ জানান, ওই ছাত্রলীগ নেতা অভিযোগ না দিতে তাদের অনুরোধ করেন। অভিযোগ না দিতে তিনি মেয়েটিকেও চাপ দেন। এ ব্যাপারে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, ফারহানকে আটক করা হয়েছে। মেডিক্যাল কলেজের ওই ছাত্রীর অভিযোগ নেয়া হয়েছে।
×