ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেলজিয়ামে বাংলাদেশী ব্যবসায়ীরা বিপাকে

প্রকাশিত: ০৬:০৩, ২৭ মার্চ ২০১৬

বেলজিয়ামে বাংলাদেশী ব্যবসায়ীরা বিপাকে

আয়তনে ছোট হলেও ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ বেলজিয়াম। ভয়াবহ বোমা হামলায় ব্রাসেলস নগরী যেন থমকে দাঁড়িয়েছে। সে সঙ্গে থমকে গেছে ব্যবসা বাণিজ্যসহ সবকিছু। দ্বিতীয় দফায় ভয়ঙ্কর বোমা হামলাস্থল মেলবেক স্টেশনের এক কিলোমিটারের মধ্যেই রয়েছে বাংলাদেশী মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনার পর থেকে এসব প্রতিষ্ঠানে ক্রেতাশূন্যতা দেখা দিয়েছে। গত বছরের নবেম্বরে প্যারিস হামলার পর থেকেই বেলজিয়ামের রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মন্দা শুরু হয়। সে মন্দা কাটিয়ে উঠতে না উঠতেই ব্রাসেলসের ভয়াবহ বোমা হামলা যেন একেবারে নিঃশেষ করে দিয়েছে ব্যবসায়ীদের। মেলবেক স্টেশনের আশপাশের বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকরা এই ঘটনার পর বেশ হতাশ ও চিন্তিত হয়ে পড়েছেন। শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির কারণে এবং সন্ত্রাসী হামলার ভয়ে সহজে কেউ কেনাকাটার জন্য বের হতে সাহস পাচ্ছেন না। -অর্থনৈতিক রিপোর্টার
×