ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই দিনের দেশ উৎসব

প্রকাশিত: ০৬:১০, ২৭ মার্চ ২০১৬

দুই দিনের দেশ উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ দেশ টিভির সপ্তম বর্ষপূর্তি ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে দুই দিনের ‘দেশ উৎসব’। এ উপলক্ষে গতকাল শনিবার দেশ টিভির কার্যালয়ে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানাতে আসেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৩টায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘তোমার জন্য মরতে পারি’। এছাড়া আজ ‘দেশ উৎসব’ অনুষ্ঠানে গাইবেন ন্যান্সি ও ওয়ারফেইজ ব্যান্ড। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ৭-৪৫ মিনিটে। এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রচার হয় মুক্তিযুদ্ধে জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। এরপর ১১টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দেশ টিভি কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার হয় ‘দেশ উৎসব’। রাত ৭-৪৫ মিনিটে প্রচার হয় স্বাধীনতা দিবসের নাটক ‘ইয়াহিয়া খান’। রাত ৯-৪৫ মিনিটে ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। উপস্থাপনায় আসাদুজ্জামান নূর। ‘দেশ উৎসব’ অংশ নেন শিল্পী ফাহমিদা নবী। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় রাত ১১-৪৫ মিনিটে।
×