ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লঙ্কানদের কাঁদিয়ে সেমিতে ইংলিশরা

প্রকাশিত: ০৮:০৮, ২৭ মার্চ ২০১৬

লঙ্কানদের কাঁদিয়ে সেমিতে  ইংলিশরা

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত দল। ১৭১ রানের লক্ষ্যটা তখন প্রায় অসম্ভব, শেষ অবধি সেটি সম্ভবও হয়নি। তবে সেখান থেকে একাই লড়লেন এ্যাঞ্জেলো ম্যাথুস। খেললেন ৫৪ বলে অপরাজিত ৭৩ রানের বিনোদনদায়ী এক ইনিংস। ৩ চারের বিপরীতে ছক্কা হাঁকালেন পাঁচটি। কিন্তু সতীর্থদের ব্যর্থতায় আশা বাঁচিয়ে রাখতে পারলেন না লঙ্কান সেনাপতি, থামতে হলো ১৬১Ñএ। ইংল্যান্ডের কাছে ১০ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ বিশ্বকাপ শেষ হয়ে গেল ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নদের। গ্রুপ-১ থেকে শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হলো ইংলিশরা। দিল্লীতে তাদের দারুণ জয়ে ‘নায়ক’ জস বাটলারÑ তার ৩৭ বলে ৬৬* রানের সৌজন্যেই ‘ফাইটিং’ স্কোর পায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটের হার দিয়ে শুরু হয়েছিল ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। তবে দ্বিতীয় ম্যাচেই সে ধাক্কা দারুণভাবে কাটিয়ে ওঠে তারা। দুর্ধর্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩০ রান তাড়া করে তুলে নেয় ২ উইকেটের ‘নাটকীয়’ জয়। এর পর সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে জিততে অবশ্য ঘাম ঝড়ে গিয়েছিল মরগানদের! এক পর্যায়ে ৫৭ রানে ৬ উইকেট হারানো ইংলিশরা শেষ পর্যন্ত ১৪২ রানের স্কোর গড়ে জিতেছিল ১৫ রানে। অন্যদিকে এশিয়া কাপের পর টি২০ বিশ্বকাপ থেকেও করুণ বিদায় ঘটল লঙ্কানদের। কলকাতায় দুর্বল আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শুরু করেছিল তারা। তবে আসরে প্রথম বড় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসে চ্যাম্পিয়নরা। আর কাল তো সবই শেষ হয়ে গেল! স্কোর ইংল্যান্ড ১৭১/৪ (২০ ওভার; বাটলার ৬৬*, রয় ৪২, রুট ২৫, মরগান ২২, স্টোকস ৬*, হেলস ০; ভ্যান্ডার্সে ২/২৬, হেরথা ১/২৭, ম্যাথুস ০/২৫) শ্রীলঙ্কা ১৬১/৮ (২০ ওভার; ম্যাথুস ৭৩*, কাপুগেদারা ৩০, থিসারা পেরেরা ২০, দুসন শানাকা ১৫, শ্রীবর্ধনে ৭, থিরিমান্নে ৩, দিলশান ২, চান্দিমাল ১, হেরাথ ১; জর্ডান ৪/২৮, উইলি ২/২৬, প্লাঙ্কেট ১/২৩) ফল ॥ ইংল্যান্ড ১০ রানে জয়ী ম্যাচসেরা ॥ বাটলার (ইংল্যান্ড)
×