ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তনু হত্যা ও সন্তানের সামনে মায়ের ওপর নির্যাতন ॥ লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রকাশিত: ২০:৫১, ২৭ মার্চ ২০১৬

তনু হত্যা ও সন্তানের সামনে মায়ের ওপর নির্যাতন ॥ লক্ষ্মীপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা ও জেলার রামগঞ্জে ছেলের সামনে মা খুরশিদার ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবীতে লক্ষ্মীপুরে রবিবার প্রায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কেব পার্শ্বে প্রায় এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ‘‘ প্রিয় লক্ষ্মীপুর জেলা” সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অংশ গ্রহন করেন। পরিশেষে তনুর মতো আর যেনো কোনো কিশোরী অকালে প্রাণ দিতে না হয় এবং সন্তানের সামনে কোনো নারী যেনো নির্যাতিত না হয়, দোষীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শান্তির দাবীতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
×