ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাবনায় দিনব্যাপী স্বাস্থ্যক্যাম্প

প্রকাশিত: ২১:৪৭, ২৭ মার্চ ২০১৬

পাবনায় দিনব্যাপী স্বাস্থ্যক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ কমিউনিটি হেলথ এন্ড হার্ট হাসপাতালের উদ্যোগে রবিবার দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি হেল্থ এন্ড হার্ট হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান এর স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন। শহরের নুরপুরে অবস্থিত এ হাসপাতালের স্বাস্থ্য ক্যাম্পে দিনব্যাপী এই স্বাস্থ্যক্যাম্পে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। স্বাস্থ্যক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল মালেক, চক্ষু বিশেষজ্ঞ ডা. তোফায়েল আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এ এস এম মনিরুল আলম, শিশু বিশেষজ্ঞ ডা. ওমর শরীফ ইবনে হাসান, গাইনী বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান লিজা, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. ইব্রাহিম মোল্লা ও ফিজিওথেরাপী বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম। স্বাস্থ্যক্যাম্পে মেডিসিন বিভাগে ২৫০ জন, অর্থোপেডিক বিভাগে ১২০ জন, চক্ষু বিভাগে ১২০ জন, শিশু বিভাগে ১৭০ জন, গাইনী বিভাগে ১৭০ জন, নাক কান গলা বিভাগে ১০০ জন এবং ফিজিওথেরাপী বিভাগে ৮০ জনকে চিকিৎসা দেয়া হয়।
×