ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে চলতি বছরের সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০০:২৩, ২৭ মার্চ ২০১৬

পুঁজিবাজারে চলতি বছরের সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সাড়ে ৩ মাসের মধ্যে অর্থাৎ চলতি বছরের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের সঙ্গে সূচকেরও পতন হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর ডিএসইতে ২৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বড় ও মাঝারি মূলধনের কোম্পানিগুলোর দর কমলেও দিনটিতে স্বল্প মূলধনী ৭টি কোম্পানির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। আগামীতে এই সব কোম্পানির দর বাড়বে এমন আশাবাদেই অনেকে শেয়ার কিনছেন। এর মধ্যে ঝিল বাংলা নামের এক কোম্পানির মাত্র ১টি শেয়ার লেনদেনেই সর্বোচ্চ দর বেড়েছে। রবিবারে ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেন কমেছে ৫১ কোটি ৬০ লাখ টাকার বা ১৫ দশমিক ৬৫ শতাংশ। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ৩২৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সকালে দিনটিতে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হলেও মাত্র কিছু সময় পরেই দর হারাতে থাকে বেশিরভাগ কোম্পানি। দিনশেষে ডিএসইর প্রধান মূল্য সূচক বা ডিএসই এক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫১ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির। আর দর কমেছে ১৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
×