ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্লাইওফারে নিরাপত্তা ব্যাবস্থার নির্দেশ

প্রকাশিত: ০০:৩৩, ২৭ মার্চ ২০১৬

ফ্লাইওফারে নিরাপত্তা ব্যাবস্থার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ দুর্ঘটনা এড়াতে নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভার এলাকায় ১৫ দিনের মধ্যে পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়। গত ১৬ মার্চ ফ্লাইওয়ার থেকে রড পড়ে নিহত ইমানের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকার জেলা প্রশাসক, ঢাকার পুলিশ কশিনার, প্রকল্প ব্যবস্থাপক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলামোটর থেকে মগবাজার মোড়ের দিকের যাওয়ার পথে ইমন নিহত হওয়ার কিছুদিন আগে সুপ্রীমকোর্টের এক আইনজীবী গাড়িতে পাথর পড়ে পিছনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এসব দুর্ঘটনার বিষয় তুলে ধরে ফ্লাইওভার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা ও ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে গত ১৯ মার্চ রিট আবেদন করেন আইনজীবী অমিত দাসগুপ্ত, যা রবিবার শুনানির জন্য ওঠে। আদালতে রিট আবেদনকারী অমিত দাসগুপ্ত নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস ও মুনতাসীর মাহমুদ রহমান
×