ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হত্যা-হুমকির অভিযোগ মুন্সীগঞ্জে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১:৩৯, ২৭ মার্চ ২০১৬

হত্যা-হুমকির অভিযোগ মুন্সীগঞ্জে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউপির বর্তমন চেয়ারম্যান বিএনপির মো. কামরুজ্জামান পলাশকে প্রাননাশের হুমকি ও নির্বাচনী প্রচারনায় বাঁধা দেয়া হয়েছে। রবিবার বিকালে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তরায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। লিাখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সহ-সম্পাদক দেলোয়ার হোসেন। বিএনপির প্রার্থী মোঃ কামরুজ্জামান পলাশ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি অভিযোগ করেন- আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী নেছারউল্লাহ সুজন ও তার লোকজন গত ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা ও মারধরসহ প্রাননাশের হুমকি দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য চাপ দিচ্ছে। এ বিষয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করা হয়েছে। তবে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী নেছারউল্লাহ সুজন এই অভিযোগ অস্বীকার করেছেন। দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ কোলাপাড়াসহ শ্রীনগর উপজেলার ১৪ টি এবং সিরাজদিখান উপজেলার ৪ ইউনিয়নে ভোট গ্রহন হবে।
×