ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ আদালত থেকে জামিন পেলেন কিবরিয়া হত্যা মামলার আসামী

প্রকাশিত: ০১:৫৪, ২৭ মার্চ ২০১৬

হবিগঞ্জ আদালত থেকে জামিন পেলেন কিবরিয়া হত্যা মামলার আসামী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ আওয়ামীলীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শামস্ কিবরিয়া হত্যাকান্ড বিস্ফোরক মামলায় অস্থায়ী জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী। সংশ্লিস্ট মামলার এই আসামীর পক্ষে তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে আইনজীবি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জামিন আবেদন করলে রবিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাব উল্লাহ ওই আদেশ দিয়ে ১৫ দিনের জন্য জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, বিগত ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে ঘাতকের ছোড়া গ্রেনেড বিস্ফোরনে আক্রান্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী শামস্ কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা মঞ্জু সহ আওযামীলীগের ৫ নেতা-কর্মী নিহত এবং আহত হয় অন্তত শতাধিক লোক। তখন তৎকালীন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান এমপি এডভোকেট আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করলে এখন তা বিচারাধীন অবস্থায় রয়েছে।
×