ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০২:৫৮, ২৭ মার্চ ২০১৬

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ‘ শেখ হাসিনা হেলথ কেয়ার কর্মসূচী ’ বাস্তবায়নে আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আগ্রহে গরীব জনগোষ্ঠীর মধ্যে ৫০টি রোগের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় এই উদ্যোগ হাতে নেয়া হয়েছে। এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে মধুপুর, কালিহাতি ও ঘাটাইল থানায়। পরবর্তী পর্যায়ে এই পাইলট প্রকল্প ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে। রবিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচী অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সভায় স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ৩২টি অপারেশন পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্যমন্ত্রী এই সময় সকল প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদেরকে আরো দক্ষতা ও গতিশীলতার সঙ্গে কাজ করতে নির্দেশ প্রদান করেন।
×