ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্মিত হলো খন্ড নাটক ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’

প্রকাশিত: ০৩:৩৪, ২৮ মার্চ ২০১৬

নির্মিত হলো খন্ড নাটক ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হলো একক নাটক ‘মাধবীলতা, শুধু তোমার জন্য’। রাইসুল তমালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান সবুজ। সম্প্রতি রাজধানীর উত্তরার স্বপ্নীল-২ হাউসসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শূটিং শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে চিত্রনায়ক রিয়াজ, জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, নাবিলা ইসলামসহ আরও অনেকে। নাটকের কাহিনীতে দেখা যাবে রুপম ও নাফার এক বছর হয়েছে বিয়ে হলো। ভালই চলছে তাদের সংসার। সারাদিন কর্মব্যস্ততার শেষে বাড়ি এসে দেখা যায় রুপম ক্লান্ত। দু’জনের বোঝাপড়াটা খুব ভাল বিধায় কোন সমস্যা হচ্ছিল না তাদের মাঝে। অফিস থেকে ফেরার পর রুপমের অনেকটা সময় কেটে যায় বই পড়ে। রুপমের বই পড়া এক প্রকার নেশা বলা চলে। নাফা সংসার সামলে নিজের মতো করে থাকে। কোনদিন দেখা যায় রুপম বাইরে থেকে খেয়ে আসে আর নাফা অপেক্ষা করে একসময় না খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই চলছিল তাদের সংসার। স্বাভাবিক নিয়ম অনুসারে একদিন রুপম সমরেশ মজুমদারের কালবেলা পড়ছিল। বইটি তার কাছে চরম নেশা হিসেবে ধরা দেয়। গল্পের নায়িকা মাধবীলতার ভালবাসার প্রেমে পড়তে থাকে রুপম। বই পড়া চলাকালীন সময়ে বই পড়া নিয়ে রুপম ও নাফার মাঝে প্রচ- কথা কাটাকাটি হয়। বইটি শেষ হওয়ার পর থেকে রুপমের আচার-ব্যবহার সবকিছুতে অনেক পরিবর্তন চলে আসে। রুপম বইটির চরিত্র মাধবীলতার সঙ্গে নাফা তুলনা খুঁজতে থাকে। কিন্তু সে কোনকিছুতেই মাধবীলতার কোন তুলনা খুঁজে পাচ্ছিল না। যখন সে কোন কিছুতে তার তুলনা খুঁজে পাচ্ছে না তারপর থেকে তার মাঝে অস্বাভাবিক আচরণ দেখতে পাওয়া যায়। রুপম গল্পের চরিত্র মাধবীলতাকে বর্তমান মাধবীলতার সঙ্গে মিলন ঘটাতে চায়। রুপম আবিষ্কার করে গল্পের মাধবীলতাকে। বাড়তে থাকে রুপম ও নাফার দূরত্ব। এগিয়ে যায় নাটকের গল্প। অতি শীঘ্রই নাটকটি যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন।
×