ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে অবৈধ গ্যাস সংযোগকারীদের ধাওয়া

প্রকাশিত: ০৪:১১, ২৮ মার্চ ২০১৬

সাভারে অবৈধ গ্যাস  সংযোগকারীদের  ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ মার্চ ॥ সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় এলাকাবাসীর বাধার মুখে অবৈধ সংযোগধারীরা পালিয়ে গেছে। রবিবার ভোরে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গত তিন দিন ধরে থানার উলাইল ও হেমায়েতপুর এলাকার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক চলছে। এলাকাবাসী জানায়, একটি চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে হেমায়েতপুরের পূর্বহাটি ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বাড়ির মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রবিবার ভোরে পূর্বহাটি ও শ্যামপুর এলাকায় ড্রেনের পাশের মাটি খুঁড়ে তিন ইঞ্চি পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করে ওই চক্রটি। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে অবৈধ গ্যাস সংযোগকারীদের ধাওয়া দিলে তার পাইপ রেখে পালিয়ে যায়। অসাধু কিছু গ্যাস সরবরাহ কোম্পানীর কতিপয় ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীদের নিয়ে গড়ে তোলা চক্রটির বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। কুমিল্লায় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ মার্চ ॥ অস্ত্রসহ আন্তঃজেলা সড়ক ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পূরণে যাত্রী ছাউনির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা যায়, জেলা ডিবির এসআই নজরুল ইসলাম ও এসআই টিপু রায় সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ওরফে রফিক ডাকাত (৪০), চান্দিনার খৈইচড়া গ্রামের আবদুর রহমানের ছেলে কাশেম ওরফে কাশেম ডাকাত, সাহেব আলী, আব্দুল হালিম, কসাই মিজানকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। স্বাধীনতা দিবসে ইফার উদ্যোগে মিলাদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে শনিবার সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মোনাজাতে ২৬ মার্চ কালরাতে শাহাদাতবরণকারী সব শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। Ñবিজ্ঞপ্তি বিইউতে স্বাধীনতা দিবস উদ্যাপন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০টায় বাংলাদেশ ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। আলোচনায় অংশ নেন বিইউর বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিঃ এমএ গোলাম দস্তগীর, কোষাধ্যক্ষ কামরুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. আশরাফ উদ্দিন চৌধুরী, কলা ও আইন অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিইউর রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অব)। Ñবিজ্ঞপ্তি
×