ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশে এখন গণতন্ত্র নেই ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ মার্চ ২০১৬

দেশে এখন  গণতন্ত্র  নেই ॥  এরশাদ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নির্বাচন কমিশনার তার চাকরি বাঁচাতে ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করছেন। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক স্থানেই জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেয়নি সরকার দলীয় প্রার্থী ও কর্মীরা। ফলে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। তবে আগামীতে এমনটা আর হতে দেবে না জাতীয় পার্টি। আগামীতে সব ইউনিয়নেই প্রার্থী দেব এবং জয়ী হব। এরশাদ রবিবার দুপুরে তিনদিনের সফরে এসে রংপুরে তার বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। একের পর এক শিশু নির্যাতন ও খুনের ঘটনা ঘটছে। আর এর সবশেষ শিকার হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মশিউর রহমান রাঙ্গা তার ভাই জিএম কাদের ছাড়াও স্থানীয় নেতারা।
×