ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় পর্বে এ্যান্ডি মারে

নাদালের বিদায় মিয়ামি থেকে

প্রকাশিত: ০৬:১২, ২৮ মার্চ ২০১৬

নাদালের বিদায় মিয়ামি থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময় যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না রাফায়েল নাদাল। শনিবার মিয়ামি ওপেন থেকেও ছিটকে পড়েছেন স্প্যানিশ এই টেনিস তারকা। তাও আবার বসনিয়া এবং হার্জেগোভিনার অখ্যাত খেলোয়াড় দামির যুমুরের বিপক্ষে খেলে। প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সেট ৬-২তে নাদাল জিতে নিলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান যুমুর এবং ৬-৪ সেটে উড়িয়ে দেন স্প্যানিশ টেনিস তারকাকে। এরপর তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে যাওয়ার পরই অবসর নেন নাদাল। যে কারণে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন বসনিয়ান খেলোয়াড় দামির যুমুর। তবে জয় পেয়েছেন বৃটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে। শনিবার তিনি ৬-৩ এবং ৭-৫ গেমে পরাজিত করেন ডেনিস ইস্তোমিনকে। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে নিষ্প্রভ নাদাল। সম্প্রতি হঠাৎ করে অভিযোগ ওঠে তার বিপক্ষে। যে কারণেই ক্ষোভ প্রকাশ করেন রাফায়েল নাদাল। শুধু তাই নয় ফরাসী এক মন্ত্রীর বিরুদ্ধে মামলারও হুমকি দেন টেনিসের ক্লে-কোর্ট সম্রাট। ১৪টি গ্র্যান্ডসø্যামের মালিক এই স্প্যানিশ তারকা। কিন্তু চোট-আঘাতে জর্জরিত হয়ে মাঝখানে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল তার টেনিস ক্যারিয়ার। ২০১২ সালে সেই সময়ে প্রায় ৭ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। আর সেই অনুপস্থিতি নিয়েই মন্তব্য করে বিতর্ক তৈরি করেন ফ্রান্সের স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী রোসেলিন ব্যাচেলট।
×