ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজানের সময় বক্তব্য বন্ধ রাখলেন মোদি

প্রকাশিত: ১৮:৪৮, ২৮ মার্চ ২০১৬

আজানের সময় বক্তব্য বন্ধ রাখলেন মোদি

অনলাইন ডেস্ক॥ আজান শুনে থেমে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্য দেওয়া থেকে পাঁচ মিনিট বিরত থাকলেন। আজান শেষে আবার ভাষণ শুরু করলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন মোদি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল পশ্চিমবঙ্গের খড়গপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন নরেন্দ্র মোদি। এ সময় নিকটবর্তী একটি মসজিদে আজান দেওয়া হয়। আজানের সুর শুনেই বক্তব্য দেওয়া বন্ধ করেন মোদি। আজান শেষে ভাষণ শুরুর পর মোদি বলেন, ‘আমি কারো উপাসনায় বাধা দিতে চাই না। তাই একটু চুপ থাকলাম।’ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে নির্বাচনী সভায় মোদি বলেন, তৃণমূলের একাধিক নেতা সারদা ও নারদা স্টিং কেলেঙ্কারির মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়েছে। তৃণমূল কংগ্রেস ও বামরা আগামী ৪০ বছরে পশ্চিমবঙ্গ ধ্বংস করে ফেলবে বলে সভায় মন্তব্য করেন মোদি। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন দিতে সবাইকে আহ্বান জানান।
×