ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘলা অাকাশ, রাজধানীতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি

প্রকাশিত: ২১:৪১, ২৮ মার্চ ২০১৬

মেঘলা অাকাশ, রাজধানীতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীতে সকাল থেকেই মেঘলা আকাশ। অার কখনো কখনো থেমে থেমে হচ্ছে বৃষ্টিও। ফলে অনেকটাই স্বস্তি আছে মানুষের মনে। কেননা, চৈত্রের খরতাপের পর হঠাৎ এই বৃষ্টিকে স্বস্তির না বলে উপায় নেই। গরমে এবং তাপদাগে বেশ অস্বস্তিতেই ছিলো রাজধানীবাসী। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এবং আরো বৃষ্টি হতে পারে সে সম্ভাবনাও থাকছে। ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর আরো অনেক স্থানেই বৃষ্টির খবর পাওয়া‍ গেছে। তবে রাজধানীর বাইরেও দেশের কিছু কিছু জায়গায় রোববার রাতে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আবহাওয়া দফতর বলছে, চলতি মাসের বাকি দিনগুলোতসহ আগামী মাসের প্রথম সপ্তাহেও স্বস্তির এই আবহ বিরাজ করবে। আবাহাওয়া অফিস আরো জানিয়েছে, রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
×