ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২১:৫৬, ২৮ মার্চ ২০১৬

নেত্রকোনায় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামের একটি মাদ্রাসায় বজ্রপাতে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্ররা হচ্ছে ঘাগড়া চরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুম মিয়া (১৪), ঘিরিআসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাফাত মিয়া (১৫) এবং আগিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুম বিল্লাহ(১৫)। এছাড়া আহত হয় আজিজুল ইসলাম (১৫)। সে ওই উপজেলার কাঠালকুচি গ্রামের আব্দুস সালামের ছেলে। সোমবার তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। জানা গেছে, ঘাগড়া গ্রামের রাহাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার ওই আবাসিক ছাত্ররা রাত ১০টার দিকে ঘুমানোর আগে টয়লেটে যাবার উদ্দেশ্যে বাইরে বের হয়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং অপর একজন আহত হয়। এ ঘটনার পর মাদ্রাসাটিসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
×