ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গলাচিপায় নারী ও যুবকের মাথা ন্যাড়া : মামলায় গ্রেফতার ১

প্রকাশিত: ২২:১২, ২৮ মার্চ ২০১৬

গলাচিপায় নারী ও যুবকের মাথা ন্যাড়া : মামলায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় পরকীয়া প্রেমের সন্দেহে গৃহবধু রাবেয়া বেগম ও যুবক নিজাম রাঢ়ীকে নির্যাতন, জরিমানা এবং মাথা ন্যাড়া করে দেয়ার মামলার তিন নম্বর আসামি উপজেলার গজালিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মোঃ শামসুল হক ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে। গলাচিপা পুলিশ রবিবার সন্ধ্যার পরে পৌর শহরের একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করে। অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, নির্যাতিত ওই গৃহবধু গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। এতে তিনি মামলায় দায়ের করা অভিযোগ সত্য বলে জানিয়েছেন এবং পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। পরে ওই গৃহবধুকে স্বামীর হেফাজতে দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার ইনচার্জ (তদন্ত) খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রসঙ্গত- শনিবার রাতে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি খালিদুল ইসলাম স্বপনের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা সালিশের নামে ন্যাক্কারজনক নির্যাতন করে এবং মাথা ন্যাড়া করে দেয়। রাতেই পুলিশ গৃহবধুকে উদ্ধার করে।
×