ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তনু হত্যা : ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ২৩:১৬, ২৮ মার্চ ২০১৬

তনু হত্যা : ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে নির্মমভাবে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সোমবার ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। সকালে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, নাট্য ও সাংস্কৃতিক কর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবিগন অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি আফরোজা পারভিন রিকা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম পারুল, পৌর মহিলা কাউন্সিলর দ্রৌপদি দেবী আগরওয়ালা, উদীচীর সভাপতি সেতারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক শামিমা সুলতানা, লিগ্যাল এইড এডভাইজার এ্যাড, নাসির, সাইম, প্রশিক্ষন গবেষনা সম্পাদক রোমা ঘোষ প্রমূখ। বক্তারগন হুশিয়ারি দিয়ে বলেন, তনু হত্যার বিচার যদি দ্রুত সম্পন্ন করা না হলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আরো কঠিন আন্দোলনে যাবে। আমরা এ হত্যসহ সকল হত্যার দ্রুত বিচার দাবি করছি। সমাজ থেকে সকল কলঙ্ক দুর হোক এটাই সবার কাম্য।
×