ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ০০:৩১, ২৮ মার্চ ২০১৬

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

অনলাইন রিপোর্টার ॥ মন্ত্রিসভা বৈঠকে আজ বিদ্যমান আইন হালনাগাদকরণ এবং দেশের সকল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইনে’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর কেবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে নীতিগতভাবে ‘এ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৬ অনুমোদন করা হয়েছে। আলম জানান, একটি স্বতন্ত্র কোম্পানীর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিস পরিচালনার লক্ষ্যে বৈঠকে ‘কন্টেইনার কোম্পানী অব বাংলাদেশ লিঃ’ গঠনের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়াও, বৈঠকে গত ১৫-১৬ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা নগরীতে অনুষ্ঠিত স্যানিটেশন ও পানি সংক্রান্ত মন্ত্রিপর্যায়ের বৈঠকে এলজিআরডি ও সমবায় মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়। মন্ত্রিবর্গ ও প্রতিমন্ত্রীগণ বৈঠকে যোগ দেন এবং সংশ্লিষ্ট সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
×