ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আগুনে ১৪ ঘর পুড়ে ছাই ॥ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০২:৫৮, ২৮ মার্চ ২০১৬

মাদারীপুরে আগুনে ১৪ ঘর পুড়ে ছাই ॥ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে চরশেখপুর গ্রামে রবিবার সন্ধ্যায় আগুন লেগে ৬টি বসত ঘরসহ ১৪টি ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এলাকাবাসী ও বাঁশকান্দি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান জানান, রবিবার সন্ধ্যায় আগুন লেগে ৬টি বসত ঘরসহ ১৪টি ঘর পুড়ে গেছে। আগুনে কালাম মোড়লের ঘরে রাখা নগদ দেড় লক্ষ টাকা, ৩৫ মণ পাট, একটি গরু, হায়দার মোড়লের ১টি গরু পুড়ে যায়। এছাড়া কবির মোড়ল, দিদার মোড়ল, সালাম মোড়ল, সামাদ মোড়লের ৬টি বসত ঘর, রান্নাঘর ও গরু ঘরসহ ১৪টি ঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের ঘরের মালামালা ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে পারিবারিকভাবে নিশ্চিত করেছেন।
×