ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রায় ক্লাবের পক্ষে

আট ফুটবলারকে ফিরে পাচ্ছে শেখ জামাল!

প্রকাশিত: ০৬:২৭, ২৯ মার্চ ২০১৬

আট ফুটবলারকে ফিরে পাচ্ছে শেখ জামাল!

স্পোর্টস রিপোর্টার ॥ দল ছেড়ে যাওয়া আট ফুটবলারকে শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। শেখ জামালের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত। ওই আট ফুটবলার হলেনঃ মামুনুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল, ইয়াসিন খান, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা। এ বিষয়ে শেখ জামাল ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘আমরা আশাকরি বাফুফে আদালতের রায়ের প্রতি সম্মান রেখে যথাযথ ব্যবস্থা নেবে। এ রায়ে প্রমাণিত হলো ওই ফুটবলাররা আস?ে?ল শেখ জামালেরই।’ তবে জামাল ভুঁইয়াকে ফেরত পায়নি শেখ জামাল। তিনি ইতোমধ্যেই যোগ দিয়েছেন শেখ রাসেলে। বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে বাফুফের নিয়ম অনুযায়ী শেখ জামাল, শেখ রাসেল, ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীসহ অন্য ক্লাবগুলোর কাছে তাদের খেলোয়াড় বুঝে নিয়ে ক্যাম্পে পাঠিয়েছিল। কথা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হলে বা বাংলাদেশ দল বিদায় নিলে বাফুফে সব ক্লাবগুলোর কাছে তাদের খেলোয়াড়দের বুঝিয়ে দেবে। সেটা বাফুফে করে ঠিকই, কিন্তু শেখ জামালের বিরুদ্ধে করা হয় বিমাতাসুলভ আচরণ! তাদের ১১ ফুটবলারকে ফেরত দেয়া হয়নি। বরং তাদের বেশিরভাগ খেলোয়াড়কে গত ১৯ জানুয়ারি দলবদলের জন্য তুলে নিয়ে যায় অন্য তিনটি ক্লাবের কর্মকর্তারা। এতে সহায়তা করেন বাফুফের কিছু কর্মকর্তা! পরে জামাল বাফুফেকে জানিয়ে দেয় দুজন ফুটবলার বাদে বাকি নয় জনকে ফেরত চায় তারা। ফেরত পেলে স্বাধীনতা কাপ ফুটবলে অংশ নেবে তারা। তবে বাফুফের সিদ্ধান্তের ওপর ভরসা না করে শেখ জামাল নিজেদের খেলোয়াড়দের ফেরত পাওয়া নিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করে। সেই রিটের রায় শেষ পর্যন্ত তাদের পক্ষেই যায়। এখন দেখার বিষয়, বাফুফে কি করে।
×