১৭ জুলাই ২০১৯  ঢাকা, বাংলাদেশ  
শেষ আপডেট এই মাত্র    
ADS

খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ, ঘেরাও

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বন্ধ মসসেন জুট মিলের শ্রমিকদের পুনর্বহাল, মহসেন ও এ্যাজাক্স জুট মিলের গ্রাচুইটিসহ সব বকেয়া দ্রুত পরিশোধ, আংশিক বন্ধ থাকা সোনালী, আফিল ও নওয়াপাড়া জুটমিল পূর্ণাঙ্গরূপে চালু, এ্যাজাক্স জুট মিলের বিদ্যুত সংযোগ প্রদানসহ ১১ দফা দাবিতে খুলনায় ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বেসরকারী পাটকলের শ্রমিকরা। পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুত, জেডিএল ও ডিসি অফিস ঘেরাও এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এ সময় শ্রমিকরা স্মারকলিপি প্রদান করেন।

এদিকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলোর জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ ৫ দফা দাবি জানিয়ে গেট সভার আয়োজন করে রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ।

নীলফামারীতে সুমীকে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার চিলাহাটির কৃতীসন্তান সরকার ফারহানা আখতার সুমী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকেলে গণসংবর্ধনা প্রদান করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোহেল রানার নেতৃত্বে গণসংবর্ধনায় সুমীকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সন্ধ্যায় সুমীকে ডোমার উপজেলার গোমনাতী-আমবাড়ি ছাত্রলীগের পক্ষে আরও এক দফা সংবর্ধনা দেয়া হয়। এতে আওয়ামী লীগ নেতা সফিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোমনাতী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া গালিব ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আইনুল হক সুজন প্রমুখ।

মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মেয়ে সরকার ফারহানা আখতার সুমী বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও ছাত্রলীগের সহসভাপতি পদে রয়েছেন।

চট্টগ্রামে সাউদার্ন মেডিক্যালের প্রধান ফটকে তালা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেতন-ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন সোমবার চট্টগ্রামের সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে তালা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে আউটডোর ও ওয়ার্ডগুলোতে চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। এদিকে, কর্মসূচী অব্যাহত থাকলেও দাবি মেনে নেয়ার কোন আশ্বাস এখনও মেলেনি।

চবির প্রথম নারী প্রো-ভিসি

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতার। সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ তাঁকে ৪ বছরের জন্য নিয়োগ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুযায়ী এ দায়িত্ব অর্পণ করা হয়। সোমবারই তিনি প্রে-ভিসি হিসেবে যোগদান করেছেন। এর মধ্য দিয়ে চবির ইতিহাসে প্রথম কোন নারী প্রো-ভিসির দায়িত্ব পেলেন।

কৃষি ক্যালেন্ডার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ মার্চ ॥ লালমনিরহাটে প্রথমবারেরমতো ডিজিটাল কৃষি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন হয়েছে। জানা গেছে, জেলার দুই ফসলি জমি ৩ ও ৪ ফসলিতে রূপান্তর করা এবং সঠিক সময়ে সঠিক জাতের উন্নত কৃষি ফসল চাষ করার লক্ষ্যে এই ডিজিটাল কৃষি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিজিটাল কৃষি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন, সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।