ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদীয় কমিটির দক্ষতা বৃদ্ধিতে এমআইএস পদ্ধতি চালু

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ মার্চ ২০১৬

সংসদীয় কমিটির দক্ষতা বৃদ্ধিতে এমআইএস পদ্ধতি চালু

সংসদ রিপোর্টার ॥ সংসদীয় কমিটিগুলোর দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পদ্ধতি চালু করা হয়েছে। স্ট্রেংদেনিং পার্লামেন্টারি ওভারসাইট (এসপিও) প্রকল্পের আওতায় নতুন উদ্ভাবিত এমআইএস পদ্ধতি প্রাথমিক অবস্থায় অর্থ সংশ্লিষ্ট তিনটি সংসদীয় কমিটিতে প্রয়োগ করা হবে। সোমবার জাতীয় সংসদে এ পদ্ধতির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এমআইএস পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পীকার বলেন, এমআইএস পদ্ধতি সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে। সংসদ সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত আলী, সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বক্তৃতা করেন। এ ছাড়াও সংসদের স্থায়ী কমিটির সভাপতিসহ অন্যান্য সংসদ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
×