ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় রাখাইনদের শত বছরের পুরনো সমাধিস্থল গুড়িয়ে দেয়া হয়েছে

প্রকাশিত: ১৯:০২, ২৯ মার্চ ২০১৬

কলাপাড়ায় রাখাইনদের শত বছরের পুরনো সমাধিস্থল গুড়িয়ে দেয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাখাইন পল্লী ছ-আনি পাড়ার সমাধিস্থল (শ্মশানের মঠ) ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। সমাধিস্থলের বাধানো ইটগুলো হ্যামারের আঘাতে ভেঙ্গে গুড়ো হয়ে গেছে। প্রায় তিন ফুট উচু বাধানো ছিল এ সমাধিস্থলটি। সমাধিস্থলটির ওপরের প্রাচীন বটগাছটির ডালপালা কেটে ফেলা হয়েছে। মাঝ বরাবর গাছটির অর্ধেকটা কেটে ফেলা হয়েছে। রবিবার রাতের যে কোন সময় একটি ভূমিদস্যুচক্র এমন তান্ডব চালায় বলে স্থানীয়দের ধারনা। পাড়ার বর্তমান মাদবর এর ছেলে চিং দামো রাখাইন জানান, ওই জমি দখলের জন্য স্থানীয় একটি চক্র তাদের অনুভূতিতে এমন আঘাত দিয়েছে। স্পর্শকাতর এ বিষয়টির সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে পাড়ার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
×