ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারিতে মোবাইলে লেনদেন বেড়েছে ৫১ শতাংশ

প্রকাশিত: ০০:৪১, ২৯ মার্চ ২০১৬

ফেব্রুয়ারিতে মোবাইলে লেনদেন বেড়েছে ৫১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ হজে টাকা পাঠানোর সুযোগের কারণে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বাড়ছে। বাড়ছে লেনদেনের পরিমাণও। মোবাইল ব্যাংকিংয়ে গত ফেব্রুয়ারি মাসে মোট ১৬ হাজার ৫৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে। দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫২ কোটি টাকা। গত বছরের একই মাসের তুলনায় যা ৫১ শতাংশ বেশি। নিয়ম অনুযায়ী শুধু মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের এ মাধ্যমে লেনদেন করার কথা। তবে অনেক এজেন্ট নিয়ম না মানায় তাদের এজেন্টশিপ বাতিল করা হয়েছে। সঠিক পরিচিতি না থাকায় বেশ কিছু অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে। এ পর্যন্ত ২৯টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি নিলেও চালু করেছে ১৮টি। সেবা সম্প্রসারণে সবচেয়ে এগিয়ে আছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত বছরের একই মাসের তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেনের পরিমাণ বাড়লেও আগের মাস জানুয়ারির তুলনায় এক দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে চালু রয়েছে এক কোটি ৪০ লাখ অ্যাকাউন্ট।
×