ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে অগ্নি দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এস.আলম গ্রুপ

প্রকাশিত: ০০:৫১, ২৯ মার্চ ২০১৬

বাঁশখালীতে অগ্নি দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এস.আলম গ্রুপ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বারআউলিয়া জালিয়া পাড়া এলাকায় ৭ অগ্নি দূর্গত পরিবারের মাঝে লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরন করেছেন এস.আলম গ্রুপ। মঙ্গলবার বিকালে এস.আলম গ্রুপের পক্ষে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সহকারী সমন্বয়কারী বাহাদুর আলম হীরন এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বয়ক মোজাম্মেল হক শিকদার। বাঁশখালীর বিভিন্ন এলাকায় এস.আলম গ্রুম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় দুস্থ ও গরীবদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দীর্ঘদিন থেকে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারী মাসে এ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে নিঃশ্ব ৭ পরিবারকে পাঁচ বান্ডিল করে মোট ৩৫ বান্ডেল ঢেউটিন প্রদান করেছে এস.আলম গ্রুপ। উল্লেখ্য এস.আলম গ্রুপ ও চায়না কোম্পানী যৌথ উদ্যেগে বাঁশখালীর গন্ডামারা এলাকায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে কাজ হাতে নিয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকতা শুরুর প্রতিক্ষায়।
×