ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:৫৩, ২৯ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোর বন্ধ কারখানা খুলে দেয়াসহ শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফিউচার ক্লথিং কারখানার শ্রমিকরা। মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর চাষাঢ়ায় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা শ্রমিকফ্রন্টের সাধারণ সম্পাদক কমরেড সেলিম মাহমুদ ও জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক। সমাবেশে বক্তারা অবিলম্বে রূপগঞ্জের তারাবো এলাকায় অবস্থিত বন্ধ কারখানা ফিউচার ক্লথিং লিমিটেড কারখানাটি খুলে দিয়ে শ্রমিকদের পাওনা মজুরি বুঝিয়ে দেয়ার দাবি জানান। সমাবেশ শেষে দুপুরে শহীদ মিনার থেকে শ্রমিকদের বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বঙ্গবন্ধু সড়কের মন্ডলপাড়া পুল হয়ে পুণরায় চাষাঢ়ায় এসে শেষ হয়। প্রায় তিন শতাধিক নারী-পুরুষ শ্রমিক এ বিক্ষোভ কর্মসূচীতে যোগদান করে।
×