ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়নের তাগিদ

প্রকাশিত: ০০:৫৪, ২৯ মার্চ ২০১৬

টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়নের তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের ক্ষমতায়নের তাগিদ দেয়া হয়েছে। মঙ্গলবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সেমিনারের এ তাগিদ দেয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন। পিকেএসএফ-এর সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ১৫০টি সহযোগী সংস্থার ২৪৯ জন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও পিকেএসএফ-এর নারী চাকুরেসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে সম্মানীয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ। তিনি টেকসই উন্নয়ন অর্জনের জন্য নারীর নানামূখী ভূমিকা উল্লেখ করেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। সেমিনারে পিকেএসএফ-এর সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান (তনু)-র নৃশংস হত্যাকান্ডের বিষয়টি তুলে ধরেন। এ প্রেক্ষিতে সেমিনারে অংশগ্রহণকারী সকলে একসাথে সোচ্চার হয়ে এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনয়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহব্বান জানান।
×