ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পান্থপথে পাগলা মহিষের তান্ডব

প্রকাশিত: ০০:৫৫, ২৯ মার্চ ২০১৬

পান্থপথে পাগলা মহিষের তান্ডব

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পান্থপথ এলাকার স্কয়ার হাসপাতালের সামনে একটি পাগলা মহিষ তাণ্ডব চালিয়ে একটি মোটরসাইকেল ও দুটি দোকান ভাঙচুর করেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মহিষটিকে আটকানোর চেষ্টাকালে ফায়ারের এক কর্মকর্তা ও দুই দমকল কর্মী আহত হয়েছে। ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের কর্তব্যরত ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে তাদের ফোন দিয়ে জানানো হয়, স্কয়ার হাসপাতালের সামনে একটি পাগলা মহিষা তাণ্ডব চালিয়ে যানবাহন ও দোকানপাট ভাঙচুর করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেন। পরে দীর্ঘ ৩ ঘণ্টারও অধিক সময় চেষ্টা চালিয়ে মহিষটিকে আটকানো হয়। তবে এসময় মহিষের শিংয়ের আঘাতে তাদের ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং দুজন অগ্নিসৈনিক আহত হন। পরে মহিষটিকে আটক করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপকের কাছে হস্তান্তর করা হয়।
×