ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে কাল বৈশাখির তান্ডব

প্রকাশিত: ০১:১৫, ২৯ মার্চ ২০১৬

খাগড়াছড়িতে কাল বৈশাখির তান্ডব

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মাত্র ২৫ মিনিটের কাল বৈশাখির তান্ডবে পুরো খাগড়াছড়ি লন্ডভন্ড হয়ে গেছে। দুই শতাধিক কাচা ঘরবাড়ি নিচিহ্ন হয়ে গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের পোল পড়ে যাওয়ায় পুরো জেলা অন্ধকারে রয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়ে। ঝড়ে সব চেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়ে আম, লিচু, কাঠাল ও কলাসহ ফলজ বাগান এবং সবজি ক্ষেতের। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির উপর দিয়ে বয়ে যায় স্বরণকালে ভয়াবহ কাল বৈশাখি ঝড়। স্থায়ীত্ব ছিল মাত্র ২৫ মিনিটের মতো। ঝড়ে প্রায় ২শতাধিক কাচাঘর-বাড়ির উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আরো বাড়ার আশংকা রয়েছে। ঝড়ে সময় বজ্রপাতে মাটিরাঙায় মিন্ট ত্রিপুরা নামে এক সাবেক সেনা সদস্য মারা গেছেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ক্ষয়ক্ষতির তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের পোল পড়ে গেছে। অনেক জায়গায় গাছ পড়ে লাইন ছিড়ে যাওয়ায় পুরো জেলা দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী কর্মকর্তা মো‍ঃ আবু জাফর জানান, ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। কবে নাগাদ লাইন চালু করা যাবে বলা যাচ্ছে না। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, ঝড়ে আম,লিচু,কাঠাল ও কলা ছাড়া সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
×