ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ট্রাক্টরের নীচে চাপা পড়ে মারা গেলো চালক

প্রকাশিত: ০১:৪২, ২৯ মার্চ ২০১৬

 নওগাঁয় ট্রাক্টরের নীচে চাপা পড়ে মারা গেলো চালক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মঙ্গলবার সকালে নওগাঁর নিয়ামতপুরে ট্রাক্টরের নীচে চাপা পড়ে ওই ট্রাক্টরের চালক নিহত ও দুই হেলপার আহত হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক মান্দা উপজেলার চককেসব গ্রামের আজগর আলী মিলন (২৮)। আহত দুই হেলপার একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (২০) এবং মোখলেছার রহমানের ছেলে মতিউর রহমান (১৫)। তারা ট্রাক্টরটিতে চকসিতার রফিকুল ইসলামের ভাটা থেকে ইট নিয়ে ঝাজিরা গ্রামে যাবার পথে ঘটনাস্থলে একটি অটো চার্জারকে রক্ষা করতে গিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে ট্রাক্টরের নীচে চাপা পড়ে চালক মিলন ঘটনাস্থলেই নিহত হয়। আহত দুই হেলপার হেলাল ও মতিউর রহমানকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও সোমবার রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার মারা গেছেন এক কিশোর। জানা যায়, পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারনা শেষে নিজ বাড়ি ফেরার পথে ক্ষিরা ক্ষেতে চোর ধরার জন্য বৈদ্যুতিক তার দিয়ে পাতানো ফাঁদের তারে স্পৃষ্ট হয়ে আরমান হোসেন (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার খান্দই পুর্ব পাড়ার সোহেল হোসেনের পুত্র।
×