ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫শ’ টাকার ১৫১ পিস জাল নোটসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ০২:৫১, ৩০ মার্চ ২০১৬

৫শ’ টাকার ১৫১ পিস জাল নোটসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে শিমুলিয়া ফেরিঘাটে মঙ্গলবার ৫শ’ টাকার ১৫১পিস জাল নোটসহ যুবক গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, রফিক সরদার (৩২) নামে এক যুবক দোকান থেকে রুটি ক্রয় করে দোকানদার আলী হোসেনকে ৫শ’ টাকার একটি নোট দেয়। ৫শ’ টাকার নোটটি নিয়ে সন্দেহ হলে পার্শ্ববর্তী দোকানদার মিলনকে দেখালে যাচাই বাছাই করে দেখে টাকাটি জাল। পরে টাকাটি বদলে দিতে বললে রফিকের পকেটে অনেক গুলো ৫শ’ টাকার নোট দেখে দোকানদার মিলন। এ সময় স্থানীয় দোকানদারদের সন্দেহ হলে বাকী টাকাগুলো রফিকের কাছ থেকে নিয়ে দেখেন সবগুলো টাকাই জাল। এঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ জাল টাকাসহ রফিক সরদারকে গ্রেফতার করে। ঘটনার সত্যতার স্বীকার করে লৌহজং থানার এসআই নুরুল হুদা জানান, জাল নোটগুলো জব্দ করা হয়েছে। রফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রফিক সরদারের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার স্বর্ন ঘোষ গ্রামে। তার পিতার নাম মোতালেব সর্দার। এ ব্যাপারে লৌহজং থানার একটি মামলা হয়েছে।
×