ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গিনেস রেকর্ডে ভারতীয় শিল্পী

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ মার্চ ২০১৬

গিনেস রেকর্ডে ভারতীয় শিল্পী

গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ভারতের প্রসিদ্ধ প্লে ব্যাক সঙ্গীতশিল্পী পি সুশীলার। ৮০ বছর বয়সী এই শিল্পী ছয় দশক ধরে সঙ্গীতের ভুবনে রয়েছেন। ১৭ হাজার ৭শ’ একক, দ্বৈত ও সমবেত সঙ্গীত পরিবেশনের জন্য তার নাম গিনেস বুকের তালিকাভুক্ত হয়েছে। অন্ধ্র প্রদেশে জন্মগ্রহণকারী পুলাপাকা সুশীলা তেলেগু ভাষী শিল্পী হলেও তিনি তামিল, মুলায়লাম, কানান্দা, হিন্দী, বাংলা, উড়িয়া, সংস্কৃত, তুলু ও বাদাগা ভাষায় সঙ্গীত পরিবেশন করেছেন। ১৯৫০ সালে তার সঙ্গীতে অভিষেক হলেও তিনি এখনও গান গেয়ে চলেছেন। প্রথম দিকে তিনি সিনেমার গান গেলেও এখন আধ্যাত্মিক ও অন্যান্য গানও পরিবেশন করে থাকেন। ২০০৮ সালে ভারত সরকার তাকে পদ্ম ভূষণ পদক প্রদান করে। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এসপি বালাসুব্রেমেনিয়ামের সঙ্গে তিনি রেকর্ড ১ হাজার ৩৩৬টি দ্বৈতে অংশ নিয়েছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতের অন্যতম সম্মানিত ব্যক্তি গণ্য হয়ে থাকেন। Ñইন্ডিয়ান এক্সপ্রেস
×