ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগল আনছে ইউটিউব কানেক্ট

প্রকাশিত: ০৬:৩১, ৩০ মার্চ ২০১৬

গুগল আনছে ইউটিউব কানেক্ট

গুগল এখন গোপনে এমন একটি এ্যাপ তৈরির চেষ্টা করছে যাতে একজন ব্যবহারকারী সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড পারবে। ফেসবুক এবং টুইটারে ইতোমধ্যেই এ ধরনেরে এ্যাপ রয়েছে। বর্তমানে জিমেইল ছাড়া গুগল থেকে সরাসরি ভিডিও আপলোড দেয়া যায় না। ভিডিও আপলোডিং নিয়ে ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে তুমুল প্রতিযোগিতা। টেক জায়ান্ট গুগলইবা এক্ষেত্রে পিছিয়ে থাকবে কেন। গুগল যেই এ্যাপটি তৈরির চেষ্টা করছে তার নাম ইউটিউব কানেক্ট। এই এ্যাপের মাধ্যমে গুগলের জনপ্রিয় ভিডিও সাইটগুলো সহজেই একজন ব্যবহারকারী ওপেন করতে পারবেন। আশা করা হচ্ছে, চলতি বছর শেষ নাগাদ স্মার্টফোন ব্যবহারকারীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। তারা গুগল বা ইউটিউবে লগ ইন করে ভিডিও শেয়ার করতে পারবে যা ইউটিউবে সরাসরি দেখা যাবে। অর্থাৎ স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের কর্মকা- ভিডিও অপশনে গিয়ে সরাসরি ইউটিউবে সম্প্রচার করতে পারবে। ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে গুগল বিপ্লব নিয়ে এলেও সরাসরি ভিডিও সম্প্রচারের ক্ষেত্রে সেভাবে অগ্রসর হতে পারেনি। কয়েক মাস আগে টুইটার এই সম্পর্কিত এ্যাপ পেরিস্কোপ বাজারে আনার পরই গুগল নড়েচড়ে বসেছে। মে মাসে গুগলের ডেভেলপার কনফারেন্সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। -সোশ্যাল টাইমস
×