ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষয়ে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ

প্রকাশিত: ০৬:৩২, ৩০ মার্চ ২০১৬

ক্ষয়ে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ

বৃহত্তম প্রবাল কলোনি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের উপকূল ঘেঁষে কোরাল সাগরে এর অবস্থান। ১৯৮১ সালে জাতিসংঘ বিশ্ব হেরিটেজ সাইটের তালিকায় এর নাম অন্তর্ভুক্ত হয়। কিন্তু বিশাল এ প্রবাল প্রাচীরটি এখন বিপদের সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। কোটি কোটি ক্ষুদ্র প্রাণী দিয়ে গঠিত গ্রেট ব্যারিয়ার রিফ আসলে একক কোনো রিফ নয়। ২ হাজার ৯শ’ রিফ আর ৯০০ দ্বীপের সমন্বয়ে এটি গঠিত। ৩ লাখ ৪৪ হাজার ৪০০ বর্গকিলোমিটার আয়তনের এ রিফটি মহাশূন্য থেকেও দেখা যায়। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রিফটি ক্ষয়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছে ন্যাশনাল কোরাল ব্লিচিং টাস্কফোর্স। সংস্থাটির দাবি, উত্তর কুইন্সল্যান্ডের কেয়ার্নস থেকে পাপুয়ানিউগিনি পর্যন্ত অংশের ৯৫ শতাংশ জায়গাই ঝুঁকিতে রয়েছে। এই অঞ্চলের ৫২০টি রিফের চারটি বাদে বাকিগুলোতে ক্ষয় শুরু হয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন আর এলনিনোর প্রভাবে সাগরপৃষ্ঠের উচ্চতা ও উষ্ণতা বৃদ্ধিই মূলত প্রবালপ্রাচীর ক্ষয়ে যাওয়ার মূল কারণ। বিশেষজ্ঞরা এখনই বলতে পারছেন না, এ ক্ষয় কবে নাগাদ পুষিয়ে উঠতে শুরু করবে। তবে বিজ্ঞানীরা সাবধান করে দিয়ে বলেছেন, ক্ষয়ে যাওয়া প্রবালগুলোর ৫০ শতাংশই মারা পড়তে শুরু করেছে। -ওয়েবসাইট
×