ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়াশিংটনে সশস্ত্র ব্যক্তিকে পুলিশের গুলি, আতঙ্ক

প্রকাশিত: ০৬:৩৪, ৩০ মার্চ ২০১৬

ওয়াশিংটনে সশস্ত্র ব্যক্তিকে পুলিশের গুলি, আতঙ্ক

যুক্তরাষ্ট্রের রাজধানীর ক্যাপিটল ভিজিটর সেন্টারের প্রবেশদ্বারে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করেছে পুলিশ। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নগরীতে ব্যাপক সতর্কতার মধ্যে সোমবার এ ঘটনা ঘটেছে। দেশটিতে এখন পর্যটনের মৌসুম চলছে। খবর এএফপির। সন্দেহভাজন ওই ব্যক্তিকে প্রথমে কারাগারে নেয়া হয়। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে কর্তৃপক্ষ চেনে। এটি সন্ত্রাস সংশ্লিষ্ট কোন ঘটনা নয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলেছে, এক নারী পথচারী সামান্য আহত হয়েছেন এবং তিনিও হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় ওয়াশিংটনের কেন্দ্রস্থলে ক্যাপিটল হিল এক ঘণ্টা অচল হয়ে পড়ে। এ সময় এখানকার স্টাফ ও আতঙ্কিত পরিদর্শকদের নিরাপদ আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়। রাজধানীর পুলিশ প্রধান ম্যাথিউ ভারডেরোসা সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তির কর্মকা-কে অপরাধমূলক ভাবার কোন কারণ নেই। তিনি বলেন, ওই ব্যক্তি একটি নিরাপত্তা চেকপয়েন্ট দিয়ে ভিজিটর সেন্টারে ঢুকেছিল। হাতের মুঠো বলে... জানেন কি হাত মুঠো করার ধরনও বলে দেয় আপনি কেমন মানুষ? তর্জনীর ওপর বৃদ্ধাঙ্গুল : বাইরে থেকে এরা বেশ সংবেদনশীল। তবে ভেতরে এরা নিরপত্তার অভাবে ভোগেন, বেশ কল্পনাপ্রবণও। বৃদ্ধাঙ্গুল বাকি আঙ্গুলের ওপর : গুণী, সৃজনশীল। অসাধ্য সাধন করতে উদ্বুদ্ধ হন এরা। মুঠোর ভেতর বৃদ্ধাঙ্গুল : বেশ সৃজনশীল, আবেগপ্রবণ, মজার, যতœবানও। অন্যদের খুশির জন্য ত্যাগ করতে হলেও এরা অসন্তুষ্ট হন না। -ওয়েবসাইট আইফোনের ‘নাইট শিফট’ চলতি সপ্তাহে আইফোনের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস ৯.৩-এর জন্য ‘নাইট শিফট’ নামে নতুন একটি অপশন এনেছে টেক জায়ান্ট এ্যাপল। নাইট শিফট আইফোন বা আইপ্যাডের স্ক্রিনের রং হালকা করবে। এর ফলে ফোনের স্ক্রিন থেকে নীল আলোর নিঃসরণ হ্রাস পাবে। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোনের উজ্জ্বল ব্যাক-লিট ডিসপ্লে থেকে আসা নীল আলোর কারণে ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়। ফোনের স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে ঘুমের অভাব দেখা দিতে পারে, যা পরবর্তীতে স্থূলতা ও হৃৎপিণ্ড সম্পর্কিত জটিলতায় রূপ নিতে পারে। আরেক টেক জায়ান্ট গুগল তাদের পরবর্তী এ্যান্ড্রয়েড সংস্করণের জন্য একটি বিল্ট-ইন নাইট মোড নিয়ে কাজ করছে। -সিএনএন
×