ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় তনু হত্যা

ফাঁসির দাবিতে উত্তাল দেশ

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ মার্চ ২০১৬

ফাঁসির দাবিতে উত্তাল দেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও হত্যকারীদের ফাঁসি দাবিতে উত্তাল সারাদেশ। জেলা ও উপজেলা শহরে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ এবং সড়ক অবরোধ অব্যাহত আছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর ঃ ঝিনাইদহ মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ইয়ুথ সান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন জেলা শাখার পক্ষ থেকে কর্মসূচীর আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী পালিত এ মানববন্ধনে ইয়ুথ সানের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেয়। নাটোর মঙ্গলবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘জেগে ওঠো’র ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সিনিয়র সাংবাদিক রনেন রায়, সংগঠনের আহ্বায়ক রফিকুল কাদির, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, রানা সরকারসহ অন্যরা। পিরোজপুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ধর্ষকের কুশপুতুল দাহ করেছে স্কুল, কলেজের শিক্ষার্থীরা। টাউনক্লাব রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা ম-ল, সম্পাদক সালমা রহমান হ্যাপী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, মাতোয়ারা বেগম, শিক্ষক তপন সিকদার, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, কলেজ ছাত্রী তিথি, মৌ, সপ্তম শ্রেণীর ছাত্রী মীম, নাট্যকর্মী রাকিবসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ লয়্যার এ্যান্ড ল’ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান ফটকের সামনে মানববন্ধন হয়। আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহজাহান ম-ল এবং অধ্যাপক ড. রেবা মল্ডলসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন সড়কে মানববন্ধনের আয়োজন করে ময়মনসিংহস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি। বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড, হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. সুভাস চন্দ্র দাস, অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, ড. মহিউদ্দিন, শাকিল মাহমুদ, শাহরিয়া মুনির, মুসা প্রমুখ। খুলনা অফিস মঙ্গলবার খুলনায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল প্রভৃতি কর্মসূচী পালন করা হয়। বিকেলে নগরীর শিববাড়ি চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনা প্রতিবাদী সমাবেশ ও সন্ধ্যায় আলোক প্রজ্বলন কর্মসূচী পালন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের খুলনা শাখার আহ্বায়ক হুমায়ুন কবির ববি। এর আগে একই এলাকায় সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈশান আহমেদ। সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের উদ্যোগে নগরীতে মশাল মিছিল বের করা হয়। এছাড়া সকালে বিএনপির একাংশ নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বরিশাল মঙ্গলবার সকালে নগরীতে পৃথকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি পেশ করা হয়েছে। সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক কমিটি জেলা শাখা এবং জীবনের আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের আয়োজনে সদর রোড ও অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচী পালিত হয়েছে। একই সময় বিএম কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। নীলফামারী মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকারের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা উদীচীর সদস্য সেলিনা সাথী, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ রায়, সদস্য মুন্নি আক্তার, সম্পা রায়, সুবর্ণা আক্তার, তাপস রায় প্রমুখ। কুড়িগ্রাম মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংবাদিক দুলাল বোস, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, সাংস্কৃতিক সংগঠক জ্যোতি আহমেদ প্রমুখ। গাইবান্ধা মঙ্গলবার মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা এই মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি আসিফ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোসাদ্দেক হোসেন মামুন, তৌফিকুর রহমান মিশুক, তাসনিম জাহান, মুকুট ইসলাম, রিপন ম-ল প্রমুখ। গাজীপুর মঙ্গলবার সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের কয়েক শ’ শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোলা শিক্ষার্থীদের আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে ভোলা সরকারী কলেজ, সরকারী বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন ভোলা সরকারী ফজিলাতুন নেসা মহিলা কলেজের ছাত্রী তিবা, ভোলা সরকারী কলেজের ছাত্র নাবিয়াজ, নাজিউর রহমান কলেজের ছাত্র আরাফাত, ভোলা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সারমিন জাহান শ্যামলি, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, সাংবাদিক আফসার শিশির প্রমুখ। নড়াইল মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আয়োজনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আহ্বায়ক মলয় কু-ু, সদস্য সচিব শরফুল আলম লিটু, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবীর টুকু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ^াস, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী, সালমা রহমান কবিতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম খান লুলুসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি। নোয়াখালী অব্যাহত প্রতিবাদ আন্দোলনের অষ্টম দিনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়।
×