ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এয়ার মার্শাল ইনামুল বারী বিমানের চেয়ারম্যান নিযুক্ত

প্রকাশিত: ০৭:১৮, ৩০ মার্চ ২০১৬

এয়ার মার্শাল ইনামুল বারী বিমানের চেয়ারম্যান নিযুক্ত

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ছয় বছর পর বিমানের চেয়ারম্যান পদে পরিবর্তন এনে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার ১৩ জনের সমন্বয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ২০১৬ সালের জন্য নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মোঃ ইনামুল বারী। বোডের অন্য পরিচালকরা হলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মাহবুবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এ কে এম গোলাম ফারুক, সাবেক সচিব (পিআরএল ভোগরত) মোঃ নজরুল ইসলাম খান (এনআই খান), বিমান বাহিনীর সহকারী প্রধান (অপারশন এ্যান্ড ট্রেনিং) এয়ার ভাইস মার্শাল নাইম হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ, মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) তাপস কুমার রায়, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, ইমার্জিং রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর-ই-খোদা আব্দুল মবিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও উইং কমান্ডার আসাদুজ্জামান।
×