ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বৃষ্টি, নগরবাসীর স্বস্তি

প্রকাশিত: ০৮:০৮, ৩০ মার্চ ২০১৬

রাজধানীতে বৃষ্টি, নগরবাসীর স্বস্তি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের বেশ কিছু এলাকায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যার বৃষ্টিতে সাময়িক দুর্ভোগে পড়লেও স্বস্তি পায় রাজধানীবাসী। নগরীর রাস্তাঘাট ও অলিগলি হয়ে ওঠে কর্দমাক্ত। আজ বুধবারও দেশের সব ক’টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেঃ বৃদ্ধি পেতে পারে। আগামী এপ্রিলে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও দু’টি তীব্র তাপপ্রবাহ রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বুধবার ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
×