ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ বছর পর ইতালিকে হারালো জার্মানি

প্রকাশিত: ২০:০৯, ৩০ মার্চ ২০১৬

২১ বছর পর ইতালিকে হারালো জার্মানি

অনলাইন ডেস্ক॥ ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ২৪তম মিনিটে টনি ক্রুস স্বাগতিকদের এগিয়ে দেয়ার পর প্রথমার্ধের শেষে দিকে ব্যবধান বাড়ান মারিও গোটসে। ম্যাচের ৫৯তম মিনিটে লেফট-ব্যাক ইয়োনাস হেক্টরের গোলের পর ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে বড় জয় নিশ্চিত করেন মেসুত ওজিল। ম্যাচের শেষ দিকে আন্তোনিও কোন্তের দলকে সান্ত্বনার গোল এনে দেন স্তেফান এল শারাউই। শেষ আট ম্যাচে প্রথমবার ইতালিকে হারাতে পারল জার্মানি। দুই দলের লড়াইয়ে শেষ বার জার্মানরা জিতেছিল প্রায় ২১ বছর আগে, ১৯৯৫ সালের ২১ জুন ২-০ গোলে। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকেও ৩-২ গোলে হারতে হয়েছিল জার্মানিকে। ইতালির বিপক্ষে এই জয়ে ইউরো ২০১৬ শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পাবে ব্রাজিল বিশ্বকাপ জয়ীরা।
×