ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী পাঠ্য পুস্তকে অন্তভূক্ত করার দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রকাশিত: ২০:১৬, ৩০ মার্চ ২০১৬

বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী পাঠ্য পুস্তকে অন্তভূক্ত করার দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ্য পুস্তকে অন্তর্ভূক্তির দাবীতে লক্ষ্মীপুরে বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়পুর-ঢাকা মহাসড়কের পাশের্^ প্রায় দেড় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগ সভাপতি মানমুদুন্নবী চৌধুরী সোহেলের সঞ্চালনায় এদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, আওয়ামীলীগ নেতা নূরনবী চৌধুরী, মাস্টার রুহুল আমিন, এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, আব্দুল মতলব প্রমুখ। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের পরিচালনায় কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর এতে অংশ গ্রহন করে। পরে নেতৃবৃন্দ প্রধান মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
×