ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে শেষ হল ৪৪তম সনাতন ধর্মীয় সম্মেলন

প্রকাশিত: ২১:১৭, ৩০ মার্চ ২০১৬

দুর্গাপুরে শেষ হল ৪৪তম সনাতন ধর্মীয় সম্মেলন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর (নেত্রকোণা) ॥ জেলার দুর্গাপুর চন্ডিগড় ইউনিয়নে মানব কল্যানকামী অনাথালয়ে ৩দিন ব্যাপি ৪৪তম সনাতন ধর্মীয় সম্মেলন শেষ হল মঙ্গলবার রাত ৯ টায়। সনাতন ধর্মীয় সম্মেলনে‘র শেষে ‘ময়মনসিংহের গীতিকার’ মনসা মঙ্গল, লক্ষীদেবীর পাঁচালী সহ ময়মনসিংহ অঞ্চলের পুরোধা ব্যাক্তিত্ব স্বর্গীয় আচার্য্য ড. দীনেশ চন্দ্র সেন এর জীবনীর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। নয়নযোগী আশ্রমের সভাপতি অজয় সাহা‘র সভাপতিত্বে স্বর্গীয় আচার্য্য ড. দীনেশ চন্দ্র সেন এর জীবনীর উপর আলোচনা অনুষ্ঠানের শুরুতে ড. দীনেশ চন্দ্র সেনের প্রপোত্রী অধ্যাপক দেবকন্যা সেন সকল অতিথিদের একটি করে উত্তরীয় ও কলম তুলে দেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন আচার্য্য ড. দীনেশ চন্দ্র সেন এর প্রপৌত্রী অধ্যাপক দেব কন্যা সেন(পশ্চিম বঙ্গ, ভারত), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আচার্য্য ড. দীনেশ চন্দ্র সেন গবেষনা কেন্দ্র (ঢাকা) এর সাধারণ সম্পাদক ড. চিন্ময় হাওলাদার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ মোহন মিয়া, নয়নযোগী আশ্রমের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানব কল্যানকামী অনাথালয়ের সভাপতি সুবল চন্দ্র দে, বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের সভাপতি এ্যাডভোকেট বিমল সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিবাসী নেতা সুজন হাজং। অনুষ্ঠান শেষে অধ্যাপক দেবকন্যা সেনের লেখা দুর্গাপুর প্রেসক্লাব এর সাংবাদিকদের হাতে ‘‘চিঠিপত্র রবীন্দ্রনাথ ও ড. দীনেশ চন্দ্র সেন’’ বইটি তুলে দেন।
×