ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল

প্রকাশিত: ২১:৫১, ৩০ মার্চ ২০১৬

সুন্দরগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ আগামীকাল বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ উপলক্ষে ভোট গ্রহণে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। হরিপুর ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এবং কাপাসিয়া ও চন্ডিপুর ইউনিয়নে সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকী ১২টি ইউনিয়ন যেগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে বামনডাঙ্গা, সর্বানন্দ, রামজীবন, সোনারায়, ধোপাডাঙ্গা, তারাপুর, দহবন্দ, বেলকা, শ্রীপুর, ছাপরহাটি, শান্তিরাম ও কঞ্চিবাড়ী। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৬, সংরক্ষিত মহিলা আসনে ১৭৭ ও সাধারণ সদস্য পদে ৪৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মালেক জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ১২টি ইউনিয়নে কেন্দ্র স্থাপন করা হবে ১১৫টি ও বুথ থাকবে ৭৫৪টি। মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭১ হাজার ৫৫৬ জন। তার মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৮০৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫১ জন। নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন আইন শৃংখলা পরিস্থিতি জোরদার করেছেন।
×