ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সত্যেন সেন গণসঙ্গীত উৎসব শুরু হচ্ছে ১ মার্চ

প্রকাশিত: ২২:৫৩, ৩০ মার্চ ২০১৬

সত্যেন সেন গণসঙ্গীত উৎসব শুরু হচ্ছে ১ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সঙ্গীতে’ প্রতিপাদ্য নিয়ে ‘সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ২০১৬’ শুরু হচ্ছে ১ মার্চ। প্রতি বছরের ধারবাহিকতায় এ উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন বিকেল ৪টায় তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন যাত্রাশিল্পের বিবেক গানের বিশিষ্ট শিল্পী উস্তাদ গৌরাঙ্গ আদিত্য। এতে অংশ নেবেন পশ্চিমবঙ্গের গণসঙ্গীত শিল্পী বিপুল চক্রবর্তী ও অনুশ্রী চক্রবর্তী। আজ বুধবার দুপুরে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। সংবাদ সম্মেলনে গণসঙ্গীত উৎসব এবং প্রতিযোগিতার নানা বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষের মাঝে গণসঙ্গীতকে ছড়িয়ে দেয়া, গণসঙ্গীতের প্রচার ও প্রসার এবং গণসঙ্গীতকে সঙ্গীতের একটি স্বতন্ত্র ধারা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে উদীচী’র প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের জন্মদিবস উপলক্ষে প্রতি বছর এই উৎসব আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এবার সপ্তম বারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব ও প্রতিযোগিতা। তিনি জানান, ১ এপ্রিল সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গণসঙ্গীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হবে। ২ এপ্রিল বিকেলে একই স্থানে বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননা করা হবে। ৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী দিনে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সঙ্গীত পরিবেশন করবেন গণসঙ্গীত শিল্পী বিপুল চক্রবর্তী ও অনুশ্রী চক্রবর্তী। উৎসবের প্রতিপাদ্য বিষয়ে তিনি বলেন, দেশের বিরাজমান হত্যা, গুম, নাশকতা, ধ্বংশযজ্ঞ শান্তিপ্রিয় মানুষকে আতঙ্কিত করে তুলেছে। দেশের মানুষকে উন্নত সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে এবারের উৎসব ও প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সঙ্গীতে’।
×