ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিএসইর লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ২২:৫৫, ৩০ মার্চ ২০১৬

সিএসইর লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ট্রেকহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২১মে সিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ট্রেকহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এ লভ্যাংশ বিতরণ করা হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২০ এপ্রিল। এর ফলে প্রত্যেক ট্রেকহোল্ডার পাবে প্রায় ২৬ লাখ টাকা। সরকারকে কর দেওয়ার পর নীট পাবে প্রায় ২২ লাখ টাকার মতো। এ লভ্যাংশ অনুমোদন হলে এর একটি ইতিবাচক সাড়া পুঁজিবাজারে পড়বে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মো. মহিউদ্দিন। তিনি বলেন, আমরা আরও বেশি লভ্যাংশ দিতে পারতাম। ভবিষ্যতে কথা চিন্তা করে ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছি।
×