ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ ঘোষণার কেডিএসের দর বাড়ল ১৬ শতাংশ

প্রকাশিত: ২২:৫৬, ৩০ মার্চ ২০১৬

লভ্যাংশ ঘোষণার কেডিএসের দর বাড়ল ১৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সুপারিশ করা হয়। এই লভ্যাংশ ঘোষণাতে কোম্পানিটির ১৬ শতাংশ দর বেড়েছে। বুধবারে লভ্যাংশ ঘোষণার দিনে কোম্পানিটির সর্বোচ্চ ১০ দশমিক ৮০ টাকা বা ১৬ শতাংশ দর বেড়েছে। দিনটিতে কোম্পানিটির মোট ৩৬ লাখ ১৮ হাজার ১টি শেয়ার হাতবদল হয়েছে। মোট ৬ হাজার ৩৬২ হাওলায় কোম্পানিটির সর্বোচ্চ ২৬ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। কেডিএস এক্সেসরিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন রাজধানীর বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত চিটাগং ক্লাবে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৮৬ টাকা (ওয়েটেড) শেয়ার প্রতি সম্পদ মূল্য ২৩.৮২ টাকা ও শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ৩.৪৪ টাকা। আগের বছর কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২.২২ টাকা। ২০১৫ সালে কেডিএস এক্সেসরিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ফলে কোম্পানিটি ‘এন’ ক্যাটগরিতে রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির এজিএমে ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডাররা অনুমোদন প্রদান করলে এবং অনুমোদিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের এ্যাকাউন্টে বিতরণ করলে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হবে।
×