ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে দূর্নীতি প্রতিরোধে শারীরিক প্রতিবন্ধী তাজুলের সাইকেল খেলা প্রদর্শন

প্রকাশিত: ২৩:০৩, ৩০ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে দূর্নীতি প্রতিরোধে শারীরিক প্রতিবন্ধী তাজুলের সাইকেল খেলা প্রদর্শন

সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে যৌতুক, ইভটিজিং ও বাল্য বিবাহ, মাদক, এইড্স ও দূর্নীতি প্রতিরোধে গন সচেতা সৃষ্টিতে এশিয়ার শ্রেষ্ঠ সাইকেল ক্রিড়াবিদ শারীরিক প্রতিবন্ধী তাজুলের লক্ষ্মীপুরে আজ বুধবার দুপুরে সাইকেল খেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের হাজিরপাড়ায় আল বাশার একাডেমীতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এক পর্যায়ে সাইকেলে প্রগে বসে তিনি বক্তব্য প্রদান করেন। এ নিয়ে তিনি ২২টি খেলার শো-করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের সঞ্চালনায় এ সময় শিক্ষার্থী ও নারী-পুরুষসহ বিভিন্নস্তরের লোকজন এ খেলা উপভোগ করেন। শারীরিক প্রতিবন্ধি মো. তাজুল ইসলাম ২০০৪ সালে এক’শ ৫২ একটানা সাইকেল চালিয়ে এশিয়ার শ্রেষ্ঠ সাইকেল ক্রীড়াবিদ নির্বাচিত হন। এ সময় সাইকেলে বসে তিনি খেলার পাশাপাশি সকল প্রাকৃতিক কর্ম, খাওয়া-দাওয়া, নামাজ কালাম এমন কি গোসল পর্যন্ত সারেন বলে তিনি দাবী করেন। ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত তাজুল ইসলাম দ্বি-চক্রমানব খেতাবী অর্জন করেন।
×